ইসমাইল হোসাইন খান
শুভ সকাল, আজ বিশ্ব নারী দিবস । নারীরা মায়ের জাত, তাই শুরুতে সবাইকে সম্মান জানাচ্ছি ।
দুঃখের
বিষয়- অধিকার আদায়ের নামে প্রগতি নামের দুর্গতি নেমে এসেছে আজ নারীদের উপর ।
অথচ
পবিত্র ইসলাম ১৪০০ বছর পূর্বে যে অধিকার নারীকে দিয়েছে তা কোন ধর্ম বা সমাজ
ব্যাবস্থাতেই নেই।
কি দিয়েছে ইসলাম ?
* আর্থিক স্বচ্চলতা-
ক)
পাত্রস্থ করার আগ পর্যন্ত বাবা কর্তৃক বরণ-পোষনের সম্পূর্ণ দায় দায়িত্ব, বাবার
অবর্তমানে অর্পিত সম্পত্তি থেকে অধিকার ।
খ)
মায়ের সম্পত্তির হকদার ।
গ)
স্বামী কর্তৃক প্রাপ্ত দেন মোহরের হক,
বরণ-পোষনের সম্পূর্ণ দায়
দায়িত্ব, স্বামীর অবর্তমানে অর্পিত সম্পত্তি থেকে অধিকার ।
ঘ)
স্বামীর অবর্তমানে সন্তানের উপর পড়ে একজন নারীর বরণ-পোষনের সম্পূর্ণ দায় দায়িত্ব, এবং
সম্পদের অংশের অধিকার ।
উপরোক্ত
বিষয়াদি কয়টি আছে পূরুষের জন্য ?
* নিরাপত্তা -
ক)
মুহরেম অর্থাৎ- পিতা, ভাই, ছেলে, দাদা, নানা, মামা, স্বামী, শ্বশুর যাদের সাথে দেখা দেয়া বৈধ যাদের নিকট থেকে শারিরিক
নিপিড়নের সম্ভাবনা নেই তারা ব্যতীত অন্য সব পুরুষের সাথে পর্দার বিধান দেয়া হয়েছে
। লক্ষ্য করুন এ বিধান লংঘন করেছে যারা তারাই লাঞ্চনার শিকার হয়েছে ।
খ)
পর্দা ও মুহরেম পুরুষের পাশে থেকে চাকুরী বা ব্যবসা করার বিধান পবিত্র ইসলাম
দিয়েছে । আর এ বিধান লংঘন করেছে যারা তারাই লাঞ্চনার শিকার হয়েছে সব থেকে বেশি ।
আজ কিছু
লোক প্রগতির নামে নারীদের রাস্তায় এনে পবিত্র ইসলামের বিধান লংঘন করে নারীদের
বিপদে ও বিপথে ঠেলে দিয়েছে । অবুঝ নারীগণ না বুঝেই তাতে সায় দিতে গিয়ে নিজেদেরকে
কেবল মাত্র পণ্য বানিয়ে ফেলেছে ।
আবহমান
বাংলার ঘরে ঘরে আপনার আমার মায়েরা দাদীরা পবিত্র ইসলামের বিধান মেনে চলার কারণেই
পারিবারিক ও সামাজিক বন্ধন অটুট ছিল ।
অথচ
কিছু প্রগতীবাদীরা আজ আমাদের বোনদের মিথ্যা বুলি আওড়িয়ে ধোঁকায় ফেলে পবিত্র
ইসলামের বিধান থেকে দুরে সরিয়ে এনে কতইনা বিপজ্জনক করে তুলেছে সমাজ ব্যবস্থা, যার
প্রভাবে ঘরে ঘরে স্বামী পরিত্যাক্তা নারীর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে । পতিতালয়ের
সংখ্যা ও ভাসমান পতিতাবৃত্তির প্রভাবে মহামারী এইডসের জুঁকি আশংকাজনক হারে বেড়েই
চলছে । আদালত গুলোতে নারী নির্যাতনের নামে মামলার পর মামলা সামাল দিতে হিমশিম খেতে
হচ্ছে সম্মানীত বিচারকদের ।
হে বোনেরা !
আজ নারী
দিবসে অন্তত সচেতন হওয়ার সিদ্ধান্ত নিন । বদলে ফেলুন নিজেকে । রাঙ্গিয়ে দিন পবিত্র
ইসলামের আলোকে নিজের জীবন । সুখ ও সমৃদ্ধিতে ভরে উঠুক প্রিয় মাতৃভূমি সোনার
বাংলাদেশ ।
দারুন লিখেছেন
উত্তরমুছুনভাল লেগেছে
উত্তরমুছুনআপনাকে ধন্যবাদ সুন্দর লিখাটি উপহার দেওয়ার জন্য
উত্তরমুছুন