মঙ্গলবার, ২৩ মে, ২০১৭

শিক্ষক রেখে হিন্দি শিখছেন প্রভাস


বাহুবলির পর থেকে ক্রমাগতই গোটাভারত জুড়ে বেড়েছে বাহুবলী তথা প্রভাসের ভক্ত। ‌তাই প্রভাসের হিন্দিভাষী ভক্তের সংখ্যাও এখন নেহায়েৎ কম নয়। অথচ, প্রভাস হিন্দি বুঝতে পারলেও একদমই সেটা বলতে পারেন না। তবে এবার হয়ত তিনি হিন্দি বলতেও পারবেন। কারণ প্রভাস এবার হিন্দি ভাষা শেখা শুরু করেছেন।

সূত্রের খবর, ভারতজুড়ে বাহুবলির জনপ্রিয়তার কথা মাথায় রেখে প্রভাসের আসন্ন ছবি সাহো‍র তেলেগু তামিলের পাশাপাশি হিন্দিতেও ডাব করার কথা ভাবা হয়েছে। আর সেই হিন্দি ডাব আর কেউ নন, প্রভাসের নিজের গলাতেই হবে বলে খবর। আর এর জন্য নাকি আলাদা করে শিক্ষক রেখে হিন্দি শিখছেন প্রভাস। এবং প্রভাসের হিন্দি শিক্ষা চলছে জোর কদমে। ‌যাতে জুলাইয়ের সাহো‍র শ্যুটিং শুরু আগেই প্রভাস ‌যাতে মোটামুটি এই ভাষাটা শিখে ফেলতে পারেন তা দেখা হচ্ছে। জোর দেওয়া হচ্ছে প্রভাসের হিন্দি উচ্চারণের উপর।

তামিল অভিনেতা প্রভাস


প্রসঙ্গত, ‘বাহুবলি‍তে প্রভাসের মুখে হিন্দি ভার্সনে গলা দিয়েছেন টেলিভিশন জগতের প্রখ্যাত অভিনেতা শরদ কেলকার। শরদের গলা শুনে অনেকেই বুঝে উঠতেই পারেননি যে ওটা প্রভাসের গলা ছিল না। তবে এবার আর অন্য কেউ নন। সাহো‍তে প্রভাস তার নিজের গলাতেই হিন্দিতে কথা বলবেন। তাই চলছে প্রস্তুতি।


সাহো‍র শ্যুটিং হবে তেলেগুতে। পরে সেটা তামিল ও হিন্দি ভাষায় ডাব করা হবে। সাহো‍ মূলত একটি অ্যাকশন থ্রিলার। শোনা ‌যাচ্ছে এই ফিল্মে নাকি আন্তর্জাতিক ছবিতে কাজ করা প্রখ্যাত স্টান্ট কোরিওগ্রাফার কেনি বেটসকেও কাজ করতে দেখা ‌যাবে। সাহোতে প্রভাসের নায়িকা হিসেবে ক্যাটরিনা কাইফ ও আনুষ্কা শেঠির নামও শোনা যাচ্ছে।






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন