অনেক স্বামী- স্ত্রী নিজেদের মাঝে অনেক ফ্রি হয়ে চলেন। বিশেষতঃ বর্তমান সময়ে মেয়েরা স্বামীর নাম ধরে ডাকাটাকে আধুনিক একটা ট্রাডিশন মনে করেন । তাই একে অপরকে নাম ধরে ডাকাডাকি করে থাকে।
প্রশ্ন হল এভাবে একে অপরকে নাম ধরে ডাকাডাকি করার বিষয়ে ইসলামের বিধান কি ?
উত্তর হল-
স্বামী স্ত্রীকে নাম ধরে ডাকতে পারবে এতো কোন অসুবিধা নেই। কিন্তু স্ত্রীর স্বামীর নাম ধরে ডাকা ইসলামের দৃষ্টিতে এক প্রকার অসৌজন্যতা, তাই এমনটা করা মাকরূহ বা অনুচিত।
এছাড়া বহু পরিবারে দেখাযায় যে, পরস্পরকে নাম ধরে ডাকাডাকির প্রভাবে ছোট্ট শিশুরাও তাই শিখে এবং পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ কমে যায় ।
তাছাড়া রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও পরবর্তীতে সাহাবায়ে কেরামগণ এবং তাঁদের বিবিগনের মাঝে নামধরে ডাকার কোন বর্ণনা পাওয়া যায়নি ।
সূত্র : রহীমিয়া ২-৪১৩
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন