আমার ছড়া-কবিতা


আমার ছড়-কবিতা

এখনতো আর শীতকালে
শিয়ালের হাঁক,
দেখিনাকো বর্ষাকালে
কোলা ব্যাঙের ডাক ।


পাড়া গাঁয়ের পাঠাগারে
নেইতো কোন বই,
ছাত্র-গুরু চুরুট টানে
কেমনে এসব সই ?





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন