ছোট্টখ্যাতীর বড় বিড়ম্বনা
ইসমাইল খান :
---------------------------
একটু আগে বাসার উদ্দেশ্যে মহাখালী থেকে বিটিআরসির বাসে উঠে দেখি সীট নেই । কন্টেকটার একটা সীট দেখিয়ে দিয়ে বলল স্যার বসেন । লক্ষ্য করলাম ৩ জনের সীটের দুটিতে এক জোড়া বুড়ো কপোত কপোতী কি নিয়ে যেন তর্ক করছে । তবুও পাশে বসলাম ।
বুড়োদের ঝামেলা মেটানো বড়ই কষ্ট । কেউ কাউকে ছাড় দিতে চায় না । দুজনে বড়ই অভিজ্ঞ। যাহোক আমি বসা মাত্রই প্রবীন চাচা মাথায় টুপি পরা, দাঁড়িও আছে বলল “বাবা নায়ক-নায়িকা ছাড়া কি নাটক হয় ?
আমি ঘটনার আদোপান্ত কিছুই না বুঝতে পেরে চাচীর দিকে প্রশ্ন চুড়লাম “চাচী আপনার বক্তব্য কি ? “
চাচী মুখ তুলে আমার দিকে তাকিয়েই বলল “আরে ! তোমাকে নিয়েই তো ঝগড়া”
এবার আমি হতচকিত হয়ে বললাম “মানে ? “
চাচী বলল “তুমি নাটক করনাহ ? দাওয়াহ টিভিতে তোমার নাটক দেখেছিলাম ।
চাচী মাথা উঁচু করে বলল “আমাকে ফাঁকি দেওয়ার সাধ্য কার আছে, আমি ঢাকাইয়া মাইয়া”
ভাবলাম, বিপদ বোধহয় খুব কাছে । চাচা বোধহয় উত্তর বঙ্গের কোন...ম.... তাই তাড়াতাড়ি বললাম “কিন্তু ঝগড়া কি নিয়ে ?
চাচী বলল “তোমার নাটকে কোন নায়িকা নেই, তাই তোমার চাচা বলল, নায়িকা ছাড়া নাকি নাটক হয়না । ”
আমি বললাম “আপনি কি বলেন ?“
চাচী বলল “অবশ্যই হয়, ঘটনা প্রবাহ - ই নাটক, এখানে নায়িকা কোন ফ্যাক্টর না।”
মনে সাহস পেলাম অন্ততঃ এই ঢাকাইয়া কু্ট্টি আমার পক্ষ্যে । তাই চাচীর পক্ষ্যে সাপোর্ট দিয়ে বললাম “আরে সবখানে নায়িকা লাগেনা, সত্যজিৎ রায়ের ‘হিরক রাজার দেশে’ সহ অনেক ছবি বা নাটকে নায়িকা নেই” ।
আমার কথার রেশ টেনে চাচী বলল “তবুও ওগুলো জনপ্রিয়”
আমি বললাম “আমার টা ছাড়া”
চাচী আমার কান টেনে ধরে বলল “তোমারটা আরো বেশি জনপ্রিয় ।
চাচীর কথার রেশ না কাটতেই চাচা বলল, অন্তত আমার ঘরে তুমি অনেক জনপ্রিয় ।
আনমনে অনেক্ষণ হাঁসলাম, আর ভাবলাম এমন কত মানুষই আমাকে ভালোবাসে । আমি কি সেই ভালবাসার দাম দিতে পারব ।
চোখের কোনে একটু লবন মেশানো পানি গাল বেয়ে পড়ছে, তা নিয়েই গাড়ী থেকে নেমে আমার ব্যাচেলর বাসায় ফিরলাম ।
ধন্যবাদ হে মহান প্রভূ, সবই তোমার দয়ায় ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন